হাজারীবাগে কুরিয়ার সার্ভিস ডিপো বিস্ফোরণে একজন নিহত
এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর হাজারীবাগে বউবাজার এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের ডিপোতে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ হানিফ (২৮), মারসেল (৩৬) ও আশিক (৪০)।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ বলেন, বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর হবে। তবে তাক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম–পরিচয় পাওয়া যায়নি। তিনি বলেন, কীভাবে বিস্ফোরণ হয়েছে, সেটা নিশ্চিত হওয়া যায়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews