হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে মো. জুনাইদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু-প্রথম নিউজ

প্রথম নিউজ, চাঁদপুরের : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে মো. জুনাইদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে ২নং বাকিলা ইউনিয়নের রাধাসার সাকিনের মজুমদার বাড়ির পূর্ব পাশের পুকুরে ডুবে এ শিশুর মৃত্যু হয়েছে। 

জানা গেছে, পরিবার ও বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।   

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নাঈম জানান, এ নিয়ে গত এক সপ্তাহে উপজেলায় মোট ৪ শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। 
  
নিহত মোহাম্মদ জুনাইদ বাকিলার রাধাসার গ্রামের মো. আবুল খায়ের ও জান্নাত ফেরদাউসের ছেলে।

উল্লেখ্য, গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে এ উপজেলায় আরো তিন শিশু পানিতে ডুবে মারা গেছে। ১ মে পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom