হাওরে ঘুরতে এসে বাসের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু
শনিবার (১ জুলাই) রাত সোয়া ৮টার দিকে উপজেলার মধ্য পাকুন্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে ভাসনা বেগম (২৫) নামে মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১ জুলাই) রাত সোয়া ৮টার দিকে উপজেলার মধ্য পাকুন্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভাসনা বেগম গাজিপুর জেলার শ্রীপুর উপজেলার ডুমবাড়িচালা গ্রামের মোজাম্মেল হোসেনের স্ত্রী।
জানা গেছে, শনিবার দুপুরে ভাসনা বেগম, তার মেয়ে এবং বড় বোনের ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে বেড়াতে আসেন। বাড়ি ফেরার পথে রাত সোয়া ৮টার দিকে জেলার পাকুন্দিয়া উপজেলার পৌর সদরের মৌসুমি সিনেমা হলের উত্তর পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভাসনা বেগমের মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।