সায়েন্সল্যাবে ভবনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩, আহত অর্ধশত
আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কলেজের উল্টো দিকের ওই ভবনে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ওই ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার তিনতলা একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক। বিস্ফোরণে উড়ে গেছে ভবনের দেয়াল ও দরজা-জানালা। বিস্ফোরণের পরপরই ভবনটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কলেজের উল্টো দিকের ওই ভবনে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ওই ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রমনা জোনের ডিসি শহীদুল্লাহ। গুরুতর আহত অবস্থায় তাদের পপুলার হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।
নিহতরা হলেন- শরীফুজ্জামান, আবদুল মান্নান ও তুষার। এছাড়া পপুলার হাসপাতালে আহত আরও ৫০ জন চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে গুরুতর দগ্ধ ৬ জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদিকে কি কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে কেউ কেউ বলছেন- এসি বিস্ফোরণ হয়েছে, আবার কেউ কেউ বলছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের রহস্য উদঘাটনে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে।