সৈয়দ ইবরাহিমের নেতৃত্বে আসছে নতুন জোট
বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন এই জোটের ঘোষণা দেয়া হবে।
প্রথম নিউজ, অনলাইন: বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক-এর নেতৃত্বে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন একটি জোট গঠিত হচ্ছে। নতুন এই জোটে বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা সমমনা শরিক দলগুলোর মধ্যে দুই-একটি ও বাইরে থেকে দুই-একটি দল যোগ দেবে। বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন এই জোটের ঘোষণা দেয়া হবে।
নতুন জোটের বিষয়ে সৈয়দ ইবরাহিম মানবজমিনকে বলেন, বুধবার সংবাদ সম্মেলনে কয়েকটি দল নিয়ে নতুন একটি জোট গঠনের বিষয়ে ঘোষণা দেয়া হবে। বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে নতুন এই জোট গঠন হচ্ছে। কটি দল নিয়ে নতুন এই জোট গঠন হচ্ছে এমন প্রশ্নের জবাবে সৈয়দ ইবরাহিম বলেন, সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। নতুন জোট নির্বাচনে যাবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি সরকার বিরোধী আন্দোলনের জন্য জোট করছি। নির্বাচনের জন্য নয়।