শর্তে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির অনুমোদন দিল ইসরাইল

বুধবার ইসরাইলের ৫০ জন জিম্মির বিনিময়ে ফিলিস্তিনের ১৫০ জনকে মুক্তি বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরাইলি সরকার।

শর্তে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির অনুমোদন দিল ইসরাইল

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরাইল। গাজা উপত্যকায় চার দিন যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছিল হামাস, তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ইসরাইল। বুধবার ইসরাইলের ৫০ জন জিম্মির বিনিময়ে ফিলিস্তিনের ১৫০ জনকে মুক্তি বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরাইলি সরকার।

হামাস যে প্রস্তাব দিয়েছিল, সেখানে ইসরাইলের বিভিন্ন কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার বিষয়টির উল্লেখ ছিল। তবে বিবৃতিতে সে ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি। সরকারি একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার যুদ্ধকালীন মন্ত্রিসভায় ৫০ জন জিম্মির বিনিময়ে চার দিনের যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপন করার পর সভার অধিকাংশ সদস্যই সেটির পক্ষে সমর্থন জানিয়েছেন।

তেমনি কখন থেকে এই যুদ্ধবিরতি শুরু হবে এবং জিম্মিদের হস্তান্তর প্রক্রিয়া কোনো স্থানে ঘটবে— সে ব্যাপারেও কিছু বলা হয়নি বিবৃতিতে। তবে ইসরাইল সরকারের একটি সূত্র জানিয়েছে, যে ৫০ জন জিম্মির মুক্তি নিয়ে আলোচনা চলছে, তাদের অধিকাংশই নারী ও শিশু।