'সাহসী দেশপ্রেমিক' নুরের মুক্তি দাবি জার্মানির সাবেক রাষ্ট্রদূতের
তিনি নুরকে ব্যক্তিগতভাবে চিনেন বলেও জানিয়েছেন।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মুক্তি দাবি করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির সাবেক রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ। তিনি নুরকে ব্যক্তিগতভাবে চিনেন বলেও জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) পিটার ফারেনহোল্টজ লিখেছেনঃ
উক্ত পোস্টে নুরের সাথে নিজের একটি ছবিও পোস্ট করেছেন জার্মানির সাবেক রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ।