সিলেটে মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল-টুকু

এরপর জেলার জৈন্তাপুর উপজেলার ১০ নম্বর ওয়ার্ডে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির এই দুই নেতা।

সিলেটে মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল-টুকু

প্রথম নিউজ, সিলেট: বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বন্যার্তদের ত্রাণ বিতরণ করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু সিলেট এসে পৌঁছেছেন।

আজ বৃহস্পতিবার সকালে তারা সিলেট পৌছে হযরত শাহ জালালের মাজার জিয়ারত করেন। এসময় তাদের সাথে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর জেলার জৈন্তাপুর উপজেলার ১০ নম্বর ওয়ার্ডে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির এই দুই নেতা।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী জানান, বিএনপি মহাসচিব সিলেটের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন। পরে জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের গর্দনা এলাকার খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেবেন।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দের সাথে বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সিদ্ধান্তের কথা জানান স্থায়ী কমিটির সদস্য ও দলের ত্রাণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ২৩ জুন হতে জনগণের কাছে লিফলেট বিলি করবে বিএনপি। যে যা দেবে এগুলো গচ্ছিত করে বন্যা আক্রান্ত এলাকায় পাঠানো হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom