সিলেটে ছাত্র বিক্ষোভে পুলিশের গুলি, সংঘর্স, আহত অনেকে
শুক্রবার বিকেল ৪ টায় এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ছাত্র বিক্ষোভের সময় সিলেট নগরীর আখালিয়া, বিশ্ববিদ্যালয় ফটকসহ কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। শুক্রবার বিকেল ৪ টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নগরের আখালিয়া, বিশ্ববিদ্যালয় ফটক ও তেমুখী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ তাদের বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। শিক্ষার্থীরা মাউন্ট এডোরা হাসপাতাল গলি, সুরমা আবাসিক এলাকার গলি সহ কয়েকটি এলাকায় অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করেছে।