হবিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ, আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

হবিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ, আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আজ সারাদেশে গণমিছিল কর্মসূচির ডাক দিয়েছেন। এ ডাকে শুক্রবার বাদ জুমা হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ চত্বর ও নূরুল হেরা জামে মসজিদের সামনে গণমিছিলের আয়োজন করে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ, আওয়ামী লীগ-ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পর্যন্ত তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এ সময় কয়েকটি মোটরসাইকেল, আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়াও জেলা শিক্ষা অফিসসহ বেশ কয়েকটি সরকারি স্থাপনায় ভাঙচুরের খবর পাওয়া যায়। সংঘর্ষের সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে।