সিলেটে গভীর রাতে আওয়ামী লীগ নেতা কামাল গ্রেপ্তার

সিলেটে গভীর রাতে আওয়ামী লীগ নেতা কামাল গ্রেপ্তার

প্রথম নিউজ, অনলাইন:  ছাত্র-জনতার ওপর হামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার দরাদরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কামাল সিলেটের দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

তিনি বলেন, ‘৫ আগস্টের পর কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করি।’