সিরাজগঞ্জে শ্রমিককে খুন করে লাশ জলাশয়ে

নিহতের শ্বশুর অভিযোগ করেছেন, পারিবারিক জমি নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে খুন করা হতে পারে।

সিরাজগঞ্জে শ্রমিককে খুন করে লাশ জলাশয়ে
সিরাজগঞ্জে শ্রমিককে খুন করে লাশ জলাশয়ে

প্রথম নিউজ,সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জলাশয় থেকে এক মাটিকাটা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার এনায়েতপুর গ্রামের বাড়ির পাশের একটি জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান। নিহত শহিদুল ইসলাম (৪০) ওই গ্রামের মৃত শমসের আলী প্রমাণিকের ছেলে। ওসি আনিসুর জানান, ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের মাথার দুটি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।  লাশ ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানান ওসি। 

শহিদুলের শ্বশুর নায়েব আলী জানান, ১৪ বছর আগে উপজেলার আজগরা গ্রামের আজমিরা খাতুনকে বিয়ে করেন শহিদুল। এখন পর্যন্ত তারা নিঃসন্তান। “পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে শহিদুলের বিরোধ চলে আসছে। কিছুদিন আগে এনায়েতপুর হাট সংলগ্ন একটি জমির অংশ বিক্রি করে দেন শহিদুল। এ নিয়ে দ্বন্দ্ব আরও প্রকট হয়।” নায়েব আলীর অভিযোগ, “পারিবারিক কলহের জেরে শহিদুলকে হত্যা করা হতে পারে।”

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom