সিরাজগঞ্জে রেললাইনের পাশ থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
আজ বুধবার সকালে ঢাকা-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর হাটখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রথম নিউজ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইনের পাশ থেকে তামজিদ হোসেন অনিক (২২) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে ঢাকা-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর হাটখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তামজিদ হোসেন অনিক সিরাজগঞ্জ পৌরসভার কালিবাড়ি মহল্লার আব্দুল মমিনের ছেলে। সে সদর উপজেলার বাগবাটি আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রী কলেজের ছাত্র। সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, গত সপ্তাহে তামজিদ হোসেন অনিক লালমনিরহাট পাটগ্রামে তার চাচার বাসায় বেড়াতে যায়। মঙ্গলবার বেলা এগারটার দিকে সেখান থেকে ফেরার পথে তার বাবার সাথে মোবাইল ফোনে সর্বশেষ কথা বলে নিখোঁজ হয়।
বুধবার সকালে ঢাকা-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর হাটখোলা এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। ওসি আরো বলেন, ধারণা করা হচ্ছে সকালে লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে নিহতের মরদেহের ময়নাতদন্তের শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews