টানা ২৬ ঘণ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটে অবস্থানে জুলাই আন্দোলনে আহতরা

প্রথম নিউজ, অনলাইন: তিন দফা দাবিতে টানা ২৬ ঘণ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটের সামনে অবস্থান করছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সেখানে তাদের অবস্থান করতে দেখা যায়। এর আগে গতকাল বুধবার সকাল ৯টা থেকে সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। তাদের দাবিগুলো হলো-বৈষম্য নিরসনে আহত ব্যক্তিদের ক্যাটাগরি তিনটির পরিবর্তে দুটি করতে হবে। শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সুরক্ষার জন্য একটি আইন করা এবং জুলাই আন্দোলনে প্রত্যন্ত অঞ্চলের যারা আহত হয়েছেন, তাদের সেবা নিশ্চিত করতে হটলাইন নম্বর চালু করা।
উল্লেখ্য, এর আগে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। ওই ঘোষণায় আহতদের জন্য তিনটি ক্যাটাগরি এ, বি ও সি করে বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার কথা বলা হয়।
প্রথম ক্যাটাগরিতে গুরুতর আহত ব্যক্তিদের এককালীন ৫ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেয়ার কথা বলা হয়। দ্বিতীয় ক্যাটাগরিতে যাদের এক অঙ্গহানি হয়েছে তাদের এককালীন ৩ লাখ টাকা এবং মাসে ১৫ হাজার টাকা করে ভাতা দেয়ার কথা। অন্যদিকে সামান্য আহত হয়ে চিকিৎসা নিয়েছেন, ভালো হয়ে গেছেন তাদেরকে তৃতীয় ক্যাটাগরিতে অগ্রাধিকারভিত্তিতে চাকরি ও পুনর্বাসনের ব্যবস্থার কথা বলা হয়। তবে তারা ভাতা পাবেন না।