কোহলিকে সেমিফাইনালে ছুটি নিতে বললেন পিটারসেন
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর পর্দা নামতে যাচ্ছে আর মাত্র তিনটি ম্যাচ পরেই
প্রথম নিউজ, ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর পর্দা নামতে যাচ্ছে আর মাত্র তিনটি ম্যাচ পরেই। দুই সেমি-ফাইনাল এবং ফাইনাল রয়েছে বাকি। যার একটিতে আজ সিডনিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। দ্বিতীয়টিতে আগামীকাল অ্যাডিলেডে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। আর এ ম্যাচের আগে নেটে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলিকে।
তারই ধারাবাহিকতাই গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি অনুশীলনের ভিডিও পোস্ট শেয়ার করেছিলেন কোহলি। সেখানে দেখা গেছে বেশ দ্রুত বলকে তাড়া করছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। এরপর ভিডিওর কমেন্ট বক্সে দেখা গেছে সাবেক তারকা ইংলিশ ব্যাটার কেভিন পিটারসেন কোহলিকে অনুরোধ করেছেন বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে ছুটি নিতে।
কেভিন পিটারসেন সেখানে লেখেন, 'দয়া করে বৃহস্পতিবার ছুটি নাও। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি তবে বৃহস্পতিবার দয়া করে কেবল চিল করো।'
পিটারসেন ছাড়াও সেখানে মন্তব্য করতে দেখা গেছে আফগান তারকা বোলার রশিদ খানকে। তিনি মূলত কোহলির ব্যাটের শব্দের কথা উল্লেখ করেছেন। এছাড়া কোহলির সতীর্থ সূর্যকুমার যাদবও মন্তব্য করেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews