সিরাজগঞ্জে ইঞ্জিন বিকল, উত্তর-দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
প্রথম নিউজ, সিরাজগঞ্জের: সিরাজগঞ্জের উল্লাপাড়া ও লাহিড়ীমোহনপুর রেল স্টেশনের মধ্যবর্তী এলাকার ৩২নং রেল সেতুর পাশে রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এজন্য ঢাকার সঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উল্লাপাড়া স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম।
মো. রফিকুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুরের দিকে যাওয়ার পথে হঠাৎ এই এলাকায় ইঞ্জিন বিকল হয়ে পড়ে। আপাতত উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ আছে। এখন একটি লাইট ইঞ্জিন যাচ্ছে ট্রেনটিকে নিয়ে আসতে। লাইট ইঞ্জিন দ্বারা ট্রেনটিকে আপাতত উল্লাপাড়া স্টেশনে নিয়ে আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।