সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি চক্র দ্রব্যমূল্যের উপর প্রভাব ফেলছে: শিক্ষামন্ত্রী
তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রচেষ্টা রয়েছে।
প্রথম নিউজ, চাঁদপুর: দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের পূর্ণ প্রচেষ্টা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার (১৮ মার্চ) দুপুর ১২টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আইসিইউ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখার জন্য সরকারের অনেকগুলো মন্ত্রণালয় ও সংস্থা কাজ করছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের পূর্ণ প্রচেষ্টা রয়েছে। তারপরেও বিশ্ববাজার কোথাও কোথাও কিছু অসাধু লোকের একটি অপচেষ্টা রয়েছে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য। তবে আমরা মনে করি সমস্ত পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে।
এসময় মন্ত্রী আরও বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি চক্র দ্রব্যমূল্যের উপর প্রভাব ফেলছে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আইসিইউ উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাহাদাৎ হোসাইন, চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম মাহবুবুর রহমান ও সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews