সরকারের পাতানো নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে: ভিপি ইব্রাহিম

আজ ২৮ শে ডিসেম্বর রাজধানীর বিএমএ ভবনের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের লিফলেট বিতরণ নেতৃত্বে দেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলহাজ্ব আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম। 

সরকারের পাতানো নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে: ভিপি ইব্রাহিম

প্রথম নিউজ, ঢাকা: নির্বাচন বর্জন ও সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ  করেছে জাতীয়তাবাদী কৃষক দল। আজ ২৮ শে ডিসেম্বর রাজধানীর বিএমএ ভবনের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের লিফলেট বিতরণ নেতৃত্বে দেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলহাজ্ব আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম। 

লিফলেট বিতরণের সময় ভিপি ইব্রাহিম বলেন, সরকারের পাতানো নির্বাচন জনগণকে আরো সম্পৃক্ত করে অবৈধ নির্বাচন বর্জন করা হবে। এবং সেই বর্জনের মাধ্যমেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। আগামী ৭ জানুয়ারি অবৈধ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যে ইশতেহার ঘোষণা করেছে, আমরা তা প্রত্যাখ্যান করি। কারণ জোরপূর্বক ক্ষমতায় থেকেও যারা জনগণের ও দেশের উন্নয়ন করতে পারে না, জনগণ তাদের ইশতেহার গ্রহণ করবে না। নির্বাচন বর্জনের ডাক দিয়ে বিএনপিও তা প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী কৃষক দল রাজপথে থেকে আন্দোলন সফল করবে। 

এতে আরো উপস্থিত ছিলেন,কৃষক দলের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু , কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব, সহ সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, দফতর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক কৃষিবিদ শফি শাওন, প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী সাখোয়াত হোসেন, পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুর রাজি, ধর্মীয় সম্পাদক কাদের সিদ্দিকী কুটির ও শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, যোগাযোগ বিষয়ক সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন বেপারী, সহ সম্পাদক কে এই এফ সবুর, মজিবার রহমান চৌধুরী মিয়া, মোঃ হাসান কেন্দ্রীয় কমিটির  সদস্য মির্জা  মেহেদী হাসান, মোঃ আবুল হোসেন, শফিকুল ইসলাম সবুজ, মনিরুজ্জামান মনির, তোফায়েল হোসেন প্রমুখ।