সরকারি ৫ সংস্থার অডিট আপত্তি নিষ্পত্তিতে নির্দেশনা সংসদীয় কমিটির

সরকারি ৫ সংস্থার অডিট আপত্তি নিষ্পত্তিতে নির্দেশনা সংসদীয় কমিটির

প্রথম নিউজ, ঢাকা : ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান, তথ্য এবং প্রযুক্তি অডিট অধিদপ্তর প্রণীত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কার্যালয়ের ২০১৮-১৯ অর্থবছরের অডিট নিষ্পত্তিতে নির্দেশনা দিয়েছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (২২ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১১৬তম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।


বৈঠকে কমিটির সদস্য মো. আব্দুস শহীদ, মো. শহীদুজ্জামান সরকার, আহসানুল ইসলাম (টিটু) ও হাফিজ উদ্দিন আহম্মেদ অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে কমিটির সদস্য মো. আফছারুল আমীনের মৃত্যুতে কমিটির পক্ষ থেকে শোকপ্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। বৈঠকে জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১০৯তম, ১১০তম, ১১১তম, ১১২তম, ১১৩তম, ১১৪তম ও ১১৫তম বৈঠকের সিদ্ধান্ত কার্যকরের বিষয়ে পর্যালোচনা করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০২০ অর্থবছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর অডিট রিপোর্ট নম্বর ২১/২০২১ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০ এর বিষয়ে সাক্ষ্যগ্রহণ, প্রশ্ন উত্তর ও জেরার মাধ্যমে বৈঠকে নিষ্পত্তি করা হয়।

বৈঠকে ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান, তথ্য এবং প্রযুক্তি অডিট অধিদপ্তর প্রণীত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কার্যালয়ের ২০১৮-১৯ অর্থবছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কমপ্লায়েন্স অডিট রিপোর্ট ৬৭/২০২১ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং ১, ২ ও ৩ এর বিষয়ে পর্যালোচনা করে নিষ্পত্তি ও অনুশাসন দেওয়া হয়। বৈঠকে উত্থাপিত অডিট আপত্তিগুলো পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে সিএজি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তর, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, সিএজি কার্যালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।