সরকার রাজনৈতিক ভিক্ষুকদের মাধ্যমে চরদখলের আয়োজন করেছে: জামায়াত
রাজধানীর বিভিন্ন স্পটে জামায়াতের মিছিল, পিকেটিং
প্রথম নিউজ, ঢাকা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান বলেছেন, সরকার কথিত নির্বাচনের নামে রাজনৈতিক ভিক্ষুকদের মাধ্যমে চরদখলের আয়োজন করে রাষ্ট্রীয় ক্ষমতা আবারো কুক্ষিগত করার নতুন ষড়যন্ত্র শুরু করছে। কিন্তু জনগণ তাদের সে ষড়যন্ত্র ও *উচ্চাভিলাষ* কোন ভাবেই বাস্তবায়িত হতে দেবে না। তিনি নির্বাচন নিয়ে খেলতামাশা না করে সরকারকে অবিলম্বে পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান।
তিনি আজ কেন্দ্র ঘোষিত ৯ম দফা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে জামায়াতের নিবন্ধন পুনর্বহাল, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ জাতীয় নেতানেতাদের অবিলম্বে মুক্তি, সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের মিরপুর জোনের উদ্যোগে মিরপুরে-১এ রাজপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনকালের এসব কথা বলেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আব্দুল হামিদ ও আব্দুর রাকিব সহ স্থানীয় নেতৃবৃন্দ।
মাহফুজুর রহমান বলেন, সরকারের লাগামহীন ক্ষমতালিপ্সা দেশ-জাতিস্বত্ত¡া, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে মারাত্মক হুমকীর মুখে ঠেলে দিয়েছে। বাকশালীরা ক্ষমতাসীনরা নিজেদের অবৈধ রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্যই দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। সংবিধান অনুযায়ি আমাদের দেশ গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র হলেও সরকার দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সহ অপরাপর নির্বাচন কমিশনাররা সরকারি এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছেন। দলবাজীর কারণে বর্তমান কমিশন ইতোমধ্যেই জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। তিনি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ সকল রাজবন্দীর মুক্তি, দলের নিবন্ধন ফিরে দেওয়া সহ বিতর্কিত নির্বাচনের অবিলম্বে পদত্যাগের আহবান জানান।
বাড্ডায় জামায়াতের অবরোধ: অবরোধের ২য় দিনে রাজধানীর বাড্ডা-রামপুরা অঞ্চলে শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসুচি পালন করা হয়। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আব্দুস সবুর ফরহাদের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবু তামিম, আব্দুর রহমান ও আবু আকাশ প্রমূখ।
শেওড়াপাড়ায় অবরোধের সমর্থনে মিছিল:৯ম দফা ৪৮ ঘন্টা অবরোধের ২য় দিনে কাফরুল অঞ্চলে অবরোধের সমর্থনে মিছিল, পিকেটিং অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মো. টুটুলের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি শেওড়াপাড়ায় শুরু হয়ে ৬০ ফুট রাস্তায় এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন মহানগরী উত্তরে মজলিসে শুরা সদস্য আব্দুল মতিন, আনিসুর রহমান, শ্রমিক নেতা মিজানুর রহমান, ছাত্র নেতা নাজমুল হাসা, জামায়াত নেতা আতিকুর রহমান, মাহবুবুর রহমান, আব্দুল ওয়াহিদও ফিরোজুর রহমান প্রমূখ।