সম্ভাব্য ভোটগ্রহণ কর্মকর্তাদের বাসায় ডেকে বৈঠক করলেন টুকু
কমিটির চেয়ারম্যান মো. একরামুল হক ডেপুটি স্পিকারকে শোকজ করে চিঠি দিয়েছেন।
প্রথম নিউজ, পাবনা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সম্ভাব্য ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন তাদের বাসায় ডেকে গোপন মিটিং করে ভোট চেয়েছেন পাবনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। এ অভিযোগে তাকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
কমিটির চেয়ারম্যান মো. একরামুল হক ডেপুটি স্পিকারকে শোকজ করে চিঠি দিয়েছেন।
চিঠিতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি একজন প্রার্থী। নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী হিসেবে আচরণ বিধিমালা, ২০০৮ এ উল্লেখিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পাওয়া গেছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, আপনি (ডেপুটি স্পিকার) আপনার বাসভবনে গত ১৪ ডিসেম্বর বাদ মাগরিব বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক ও বেড়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি মো. মহিউদ্দিন, বেড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক, বেড়া পৌরসভার ভারপ্রাপ্ত সচিব হারুনর রশিদ, বেড়া পৌর পুলিশপ্রধান মো. আবুল হাশেমের উদ্যোগে স্থানীয় বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে নির্বাচনী মিটিং করেন। এসব কর্মকর্তা সাধারণত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
চিঠিতে টুকুকে উদ্দেশ্য করে আরও উল্লেখ করা হয়, মিটিংয়ে নৌকা মার্কায় ভোট চান এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে তাদের অভিভাবকদের নৌকায় ভোট দেওয়ায় উদ্বুদ্ধ করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর হিসেবে আচরণ বিধিমালা, ২০০৮ এর ১২ বিধির লঙ্ঘন। এই অভিযোগ বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে তা লিখিতভাবে আগামী দুই কার্যদিবসের মধ্যে দেওয়ার জন্য বলা হলো।
এর আগে সম্ভাব্য ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করায় ইসিতে স্পিকারের বিরুদ্ধে অভিযোগ করেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ।