সম্পর্কে চিড় ধরেছে বিজয় ও রাশমিকার
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, থালাপতি বিজয় ও বিজয় দেবেরাকোন্ডার মধ্যে কাকে বেছে নেবেন তিনি?
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের অভিনয় দিয়ে এরইমধ্যে জয় করেছেন কোটি দর্শকের হৃদয়। নিজের ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে মুখ না খুললেও বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্কের কথা সবারই জানা। তবে সম্প্রতি শোনা যাচ্ছে সম্পর্কে চিড় ধরেছে বিজয় ও রাশমিকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, থালাপতি বিজয় ও বিজয় দেবেরাকোন্ডার মধ্যে কাকে বেছে নেবেন তিনি? তাতে রাশমিকা উত্তর দেন, থালাপতি বিজয়কে দেখে আমি বড় হয়েছি। তিনি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। আর বিজয় আমার বন্ধু। এবার এই দু’জনের মধ্যে কাকে নির্বাচন করবো বলুন! অন্যদিকে শোনা যাচ্ছে, তেলুগু অভিনেতা বেল্লমকোন্ডা সাই শ্রীনিবাসের প্রেমে মজেছেন রাশমিকা। সম্প্রতি নাকি একাধিকবার একসঙ্গে দেখা গেছে তাদের। ঘনিষ্ঠদের ধারণা, একে অপরকে ‘ডেট’ করছেন তারা।