সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় ৩৩ রোহিঙ্গা উদ্ধার

বুধবার (১৮ মে) দিনগত রাত ১২টার দিকে নৌবাহিনীর বানৌজা আলী হায়দার নামের একটি জাহাজে তাদের উদ্ধার করে তীরে আনা হয়।

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় ৩৩ রোহিঙ্গা উদ্ধার

প্রথম নিউজ,কক্সবাজার: বঙ্গোপসাগরের সেন্টমার্টিন পয়েন্ট থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে শিশুসহ ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌবাহিনী।

বুধবার (১৮ মে) দিনগত রাত ১২টার দিকে নৌবাহিনীর বানৌজা আলী হায়দার নামের একটি জাহাজে তাদের উদ্ধার করে তীরে আনা হয়।

বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক সোহেল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন উত্তর-পশ্চিমে দুই নটিক্যাল মাইল দূরে অভিযান চালায় নৌবাহিনীর একটি দল। এ সময় মালয়েশিয়া গামী একটি ট্রলারসহ ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ১৩ জন নারী, ১৪ পুরুষ ও একজন শিশু রয়ে। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার রোহিঙ্গাদের সেন্টমার্টিন কোস্ট গার্ডকে হস্তান্তর করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom