সমিতি ব্যক্তি স্বার্থে ব্যবহার হচ্ছে, সেটা বন্ধ করবো: ফেরদৌস
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন আগামী ২৮ জানুয়ারি
প্রথম নিউজ, ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন আগামী ২৮ জানুয়ারি। এবার ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে থেকে নির্বাচনে অংশ নেবেন অভিনেতা ফেরদৌস। বিষয়টি গতকাল (১২ জানুয়ারি) নিশ্চিত হয়েছে। এ নায়ক এবার কার্যকরী পরিষদের সদস্য হিসেবে লড়বেন।
এ বিষয় নিশ্চিত করে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘যে সময় নিয়ে নির্বাচনে প্রস্তুতি নিতে হয় তা আমার হাতে ছিল না। অনেকগুলো সিনেমার শুটিংয়ের কারণে। খুব একটা সময় দিতে পারব না। শুধু শুধু বড় পদে গিয়ে লাভ নেই। আমি যে পদে কাজ করতে পারব সেই পদেই নির্বাচন করছি।’
‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার এ নায়ক আরও বলেন, ‘আমি সবসময় শিল্পীদের পাশে থাকতে চেষ্টা করি। বর্তমান যে কমিটি আছে সেই কমিটিতে আমি ছিলাম না। কিন্ত সব সময় চেষ্টা করেছি শিল্পীদের পাশে থাকতে। শিল্পী সমিতি কোনো রাজনৈতিক সংগঠন না। কোনো লাভজনক প্রতিষ্ঠান না। এটা কারো ব্যাবসা করার জায়গাও না।
শিল্পীদের কল্যাণের জন্য এই সমিতি করা হয়েছে। কিন্তু দেখা গেছে বর্তমান কমিটির কেউ কেউ নিজের স্বার্থে সংগঠনকে ব্যবহার করছে। যা খুব লজ্জার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটা আর করতে দেয়া হবে না।
শিল্পী সমিতি আগে যেরকম ছিল শিল্পীরা একত্রিত হতেন কারণ বসবেন, গল্প করবেন, নিজেদের সুখ-দুঃখ শেয়ার করবেন, নিজেদের সমস্যার সমাধান পথ বের করবেন। বর্তমান কমিটি আসার পর থেকে সব উল্টো হয়ে গেছে।’
‘এমনও দেখা গেছে যে অনেক শিল্পীদের আইন শৃঙ্খলা বাহিনীর ভয় দেখানো হয়েছে। যা আগে কখনও হয়নি। সমিতি ব্যবহার হয়েছে ব্যক্তি স্বার্থে। এবার আমাদের প্যানেলে জয়ী হলে প্রথম কাজ হবে শিল্পী সমিতিরি সঙ্গে অন্য যেসব সংগঠনের সমস্যা হয়েছে তাদের সঙ্গে বসে সব ঝামেলা মিটিয়ে নেয়া। সরকারি অনুদানের সিনেমাগুলো ঠিক সময়ে যেন মুক্তি দেওয়া যায় সে বিষয়ে উদ্যোগ নেয়া। আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব করা হবে। আমি ব্যক্তিগতভাবে শিল্পীদের পাশে দাঁড়ানোর চেষ্টা সবসময় করেছি, আরও সুযোগ পাবো এবার ইনশাল্লাহ’- যোগ করেন ফেরদৌস।
ফেরদৌস সঙ্গে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে আরও অংশ নেবেন অমিত হাসান, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমিন, কেয়া, পরীমনি, গাঙ্গুয়া, সীমান্ত।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: