স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী
এ ঘটনায় বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে আফসানাকে আটক করা হয়। এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রথম নিউজ, সাভার: সাভারের আশুলিয়ায় পরকীয়ার অভিযোগে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী আফসানা আক্তার। এ ঘটনায় বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে আফসানাকে আটক করা হয়। এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত স্বামী শাহারিয়ার সোহেল (৪৪) একই এলাকার মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার ছেলে। অভিযুক্ত আফসানা শরিয়তপুর সদরের পালং এলাকার বীর মুক্তিযোদ্ধা সফিজ উদ্দিন আহম্মেদের মেয়ে।
তিনি পুলিশি জিজ্ঞাসায় বলেন, আমার স্বামী পরকীয়ায় আসক্ত। তিনি অন্য মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলে। বাসায় আসলে ফোন বন্ধ করে রাখে। প্রায়ই বন্ধুর বাসার কথা বলে দুই থেকে তিন দিন নিরুদ্দেশ হয়ে যায়। তুচ্ছ ঘটনা নিয়ে আমাকে প্রায়ই মারধর করে। গতকাল মারধর করেছে। পরে আমি কী থেকে কী করেছি বুঝতে পারিনি।
আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নোমান ছিদ্দিক বলেন, এ ঘটনায় আহত সোহেলের মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। সোহেল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews