সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বিএফইউজে-ডিইউজের বিক্ষোভ
আজ শনিবার (১৭ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
মিছিলে সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সভাপতি মো: শহিদুল ইসলাম, সাবেক সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সহ-সভাপতি রফিক মুহাম্মদ, রাশেদুল হক, সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর, সাবেক কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, সাবেক দফতর সম্পাদক আমিরুল ইসলাম অমর প্রমুখ।