সাফজয়ী মাসুরার বাবাকে উপহার দেওয়া ভ্যানটি নিয়ে গেল চোর
সাতক্ষীরার বিনেরপোতা এলাকার নিজ বাড়ি থেকে শনিবার (১৭ ডিসেম্বর) ভোররাতের কোনো এক সময়ে ভ্যানটি চুরি হয়েছে।
প্রথম নিউজ, সাতক্ষীরা: সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভীনের বাবা রজব আলীর মোটর ভ্যানটি চুরি হয়ে গেছে। সাতক্ষীরার বিনেরপোতা এলাকার নিজ বাড়ি থেকে শনিবার (১৭ ডিসেম্বর) ভোররাতের কোনো এক সময়ে ভ্যানটি চুরি হয়েছে।
রজব আলী বলেন, মাসুরার মা অত্যন্ত অসুস্থ। গতকাল গভীর রাত পর্যন্ত আমরা জেগে ছিলাম। ভোররাতের দিকে ঘুম এসে যায়। সেই সময় নতুন মোটর ভ্যানটি চুরি করে নিয়ে গেছে। মাসুরা মাসখানেক আগে ভ্যানটি উপহার দিয়েছিল। আমিও অসুস্থ। সেকারণে ভেবেছিলাম সুস্থ হলে ভ্যানটিতে সবজি ও ফলফূল বিক্রি করব। ঘটনাটি পুলিশকে জানিয়েছি।
মাসুরার মা ফাতেমা বেগম জানান, মাসুরার সাফজয়ের পর বাবাকে নতুন ভ্যান কিনে দিতে চেয়েছিল। মাস খানেক আগে সে তার বাবাকে একটি নতুন ভ্যান কিনে দেয়। কিন্তু শুক্রবার ভোররাতে ভ্যানটি বাড়ি থেকে চুরি হয়ে গেছে। চুরি হওয়ার পর থেকে মাসুরার বাবা মানসিকভাবে ভেঙে পড়েছে।
সাতক্ষীরা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, বিনেরপোতা এলাকায় সড়ক ও জনপদ বিভাগের সরকারি জায়গায় বসবাস করে মাছুরার পরিবার। ভ্যানচুরির ঘটনাটি আমরা তদন্ত করছি। ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে। অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখা হচ্ছে। চোরকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews