স্পিকার নির্বাচিত হলেন ম্যাকার্থি

১৫তম বারের ভোটাভুটিতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হলেন কেভিন ম্যাকার্থি।

স্পিকার নির্বাচিত হলেন ম্যাকার্থি
স্পিকার নির্বাচিত হলেন ম্যাকার্থি

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ১৫তম বারের ভোটাভুটিতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হলেন কেভিন ম্যাকার্থি। গত একশ বছরের মধ্যে এই প্রথমবার একবারে স্পিকার নির্বাচন করতে ব্যর্থ হয়েছে প্রতিনিধি পরিষদ। রিপাবলিকানরা যদিও হাউসে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তবে ডেমোক্রেটদের সঙ্গে তাদের ব্যবধান একেবারেই সামান্য ছিল। এরমধ্যে রিপাবলিকানদের মধ্যে বেশ কয়েকজন বিদ্রোহ করে বসেন। তারা ম্যাকার্থিকে স্পিকার হিসেবে দেখতে চান না। ফলে কোনোভাবেই প্রয়োজনীয় ভোট পাচ্ছিলেন না ম্যাকার্থি। এরপর দফায় দফায় ওই বিদ্রোহী রিপাবলিকানদের সঙ্গে বসেন ম্যাকার্থি এবং সেখানেই নানা আপোষের আশ্বাস দেন তিনি। এরপরই তাদের সমর্থন আদায় করতে পেরেছেন তিনি। 

এর আগে তিনদিন ধরে ভোটাভুটি চলেছে প্রতিনিধি পরিষদে। এর আগে ১৮৬০ সালে সর্বশেষ এমন জটিল অবস্থা হয়েছিল। রিপাবলিকান দলের মধ্যে থাকা মধ্যপন্থী এবং ডানপন্থীদের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে স্পিকার নির্বাচন করতে গিয়ে। কেভিন ম্যাকার্থিই স্পিকার হবেন তা আগে থেকেই একরকম নির্ধারিত ছিল। কিন্তু প্রয়োজনীয় ২১৮ ভোট তিনি পাচ্ছিলেন না। যদিও তার দল রিপাবলিকান পার্টির আসনসংখ্যা ২২২টি কিন্তু এরমধ্যে ২০ জন ম্যাকার্থিকে ভোট দেয়া থেকে বিরত ছিলেন। ম্যাকার্থির বিরুদ্ধে ওই আইনপ্রনেতাদের অভিযোগ ছিল, তার কর্মকাণ্ডে তাকে আর বিশ্বাস করা যাচ্ছে না। তবে শেষ পর্যন্ত কয়েক দফা বৈঠকের পর তাদের সমর্থন আদায়ে সক্ষম হয়েছেন ম্যাকার্থি। 

১৮৬০ সালে ৪৪ বার ভোটাভুটির পর স্পিকার নির্বাচিত হয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে যায় কিনা সেই আশঙ্কা সৃষ্টি হয়েছিল। তবে শেষ পর্যন্ত ১৫ বারের ভোটেই স্পিকার নির্বাচন করা গেলো।

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom