সাধারণ সর্দি-জ্বর আর কোভিডের উপসর্গের তফাত কোথায়?
দেশ জুড়ে ক্রমেই বেড়ে চলেছে কোভিড সংক্রমণ। উদ্বেগ বাড়াচ্ছে পজিটিভিটির হারও
প্রথম নিউজ, ডেস্ক : দেশ জুড়ে ক্রমেই বেড়ে চলেছে কোভিড সংক্রমণ। উদ্বেগ বাড়াচ্ছে পজিটিভিটির হারও। পজিটিভিটির হার বেশি থাকার অর্থ শতকরা যত জন কোভিড পরীক্ষা করছেন তার মধ্যে একটা বড় অংশ কোভিড আক্রান্ত। বিশেষজ্ঞদের মতে এই হার উচ্চ থাকার অর্থ কোভিড আক্রান্ত হয়েও অপরীক্ষিত থেকে যাচ্ছেন অনেকে। কারণ হিসেবে উঠে আসছে, বারবার সতর্ক করার পরেও উপসর্গ থাকলেও পরীক্ষা করাচ্ছেন না অনেকেই। এড়িয়ে যাচ্ছেন সাধারণ সর্দি কাশি ভেবে। বিশেষজ্ঞরা কিন্তু বলছেন সাধারণ জ্বর সর্দি কাশি থেকে কেবল উপসর্গের ভিত্তিতে কোভিডকে আলাদা ভাবে শনাক্ত করা অত্যন্ত কঠিন, ক্ষেত্রবিশেষে কার্যত অসম্ভব।
বিশেষজ্ঞদের আরও দাবি, টিকা নিয়েছেন এমন অনেকেই উপসর্গহীন বা মৃদু উপসর্গ যুক্ত। ফলে অল্প সর্দি কাশি হলে পাত্তা দিচ্ছেন না অনেকেই। আর সেই সুযোগেই দাবানলের মতো ছড়াচ্ছে কোভিড। চিকিৎসকদের মতে যেহেতু এখন কার্যত ঘরে ঘরেই কোভিড সংক্রমণ দেখা যাচ্ছে তাই উপসর্গ মিলিয়ে ইনফ্লুয়েঞ্জা না কোভিড তা যাচাই করা অর্থ হীন। বরং কোভিড হয়েছে ধরে নিয়েই করতে হবে পরীক্ষা। পরীক্ষায় নেগেটিভ এলে তবেই প্রমাণিত হবে কোভিড নয়।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: