স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদককে মামলা থেকে অব্যাহতি

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদককে মামলা থেকে অব্যাহতি

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীর ‘অবহেলাজনিত মৃত্যু’র  ঘটনায় করা মামলা থেকে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৩ সালে ৪ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরে সাংবাদিক আশফাকুল হকের বাসার আটতলা থেকে পড়ে আহত হয় ফেরদৌসী নামে এক গৃহকর্মী। পরে এ ঘটনায় তার মা জোছনা বেগম মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া খন্দকার ও আসমা আক্তার শিল্পী নামে এক নারীকে আসামি করা হয়।

মামলায় মা জোছনা বেগম অভিযোগ করেন, মামলার ৩ নম্বর আসামি আসমা আক্তার শিল্পীর বাসায় আমার বড় মেয়ে কাজ করতো। এক মাস আগে সে ওই বাসা থেকে গ্রামে চলে আসে। এরপরই শিল্পী আমার মেঝো মেয়ে ফেরদৌসীকে তার বাসায় কাজের কথা বলে নিয়ে আসে। কিন্তু চলতি মাসের ১ তারিখে (২০২৩ সালে ১ আগস্ট) তাকে মোহাম্মদপুরে সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বাসায় কাজ করতে পাঠান শিল্পী।

এরপর থেকেই মা জোসনা বেগম যোগাযোগের চেষ্টা করলে আশফাকুল হক, তানিয়া খন্দকার মায়ের সাথে কথা বলতে দেন না মেয়েকে। তাকে মারধর করতো। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অত্যাচার থেকে বাঁচতে ফেরদৌসী বাসার অরক্ষিত অবস্থায় রাখা নিরাপত্তা বেষ্টনীবিহীন জানালা দিয়ে লাফ দেয়।