সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ফের মৃত্যু
টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের পূর্ব পাশে মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে এ ঘটনা ঘটে
প্রথম নিউজ, ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ফের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম স্বপন কুমার সরকার। তার মরদেহ ওয়ারী থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হবে।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের পূর্ব পাশে মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে এ ঘটনা ঘটে বলে জানান ওয়ারী থানার উপ পরিদর্শক (এসআই) মো. শাহজাহান মিয়া।
প্রসঙ্গত, এর আগে ২৪শে নভেম্বর রাজধানীর গুলিস্তান এলাকায় ডিএসসিসির এক ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামে নটর ডেমের এক শিক্ষার্থী নিহত হয়। পরের দিনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ যায় আহসান কবির খানের। আর ২রা ডিসেম্বর উত্তর সিটি করপোরেশনেরই এক ময়লার গাড়ি যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দিলে আরজু বেগম নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা আহত হন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: