সচিবালয়ের সামনে ‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরত নারীদের অবস্থান
প্রথম নিউজ, ঢাকা : জাতীয় মহিলা সংস্থা বাস্তবায়িত ‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরত নারীরা প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তারা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে রাজস্ব করতে অবস্থান নেন।
সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে তথ্য আপা প্রকল্পে কর্মরত নারীরা অবস্থান করছেন। এর আগে রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নেন তারা।বিভিন্ন স্লোগানে অনেক নারী সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। ‘নারী পুরুষ সমতায়, তথ্য আপা পথ দেখা’, ‘এক দফ এক দাবি কর্মরত জনবল নিয়ে রাজস্বে তথ্য আপা’, ‘গ্রামীণ নারীর একমাত্র আশ্রয়স্থল, তথ্য আপা প্রকল্প রাজস্ব চাই’, ‘আর নয় প্রকল্প, আমরা চাই রাজস্ব’।মৌলভীবাজারের তথ্য সেবা কর্মকর্তা জেবিন চৌধুরী জাগো নিউজকে বলেন, আমরা চাই আমাদের প্রজেক্টটা যেন রাজস্বতে যায়। গতকাল প্রধান উপদেষ্টার বাসার সামনে আমরা অবস্থান নিয়েছিলাম। সেখানে আমাদের বলা হয়েছে তারা কিছুটা সময় নিচ্ছেন। আমাদের জানানো হবে। আমরা সকাল থেকেই সচিবালয়ের সামনে অবস্থান করছি।
জানা গেছে, ‘তথ্য আপা’ প্রকল্পে দুই হাজারের বেশি নারী কর্মরত। তারা সবাই চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত। এই প্রকল্পটি সব নারী দ্বারা পরিচালিত হয়।