সিঙ্গাপুরে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাপ্রধানের বৈঠক

সিঙ্গাপুরে শুক্রবার চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধানদের সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে

সিঙ্গাপুরে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাপ্রধানের বৈঠক
সিঙ্গাপুরে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাপ্রধানের বৈঠক-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : সিঙ্গাপুরে শুক্রবার চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধানদের সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খবর আনাদোলুর।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং চীনের পক্ষে নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী উই ফেঙ্গহি।

দুই দেশের এ প্রতিরক্ষাপ্রধানদের বৈঠকটি শাংগ্রি-লা ডায়ালগ নামে পরিচিত। বারের বৈঠকটি ছিল ১৯তম শাংগ্রি-লা বৈঠক। করোনার কারণে গত দুই বছর এ বৈঠক অনুষ্ঠিত হয়নি।

শুক্রবার সম্মেলনের পাশাপাশি (সাইডলাইনে) অস্টিন ও ফেঙ্গহির মধ্যে বৈঠকে আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল তাইওয়ান।

এতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে সতর্ক করে ফেঙ্গহি বলেন, কেউ যদি তাইওয়ানকে চীন থেকে আলাদা করার দুঃসাহস দেখায়, যেকোনো কিছুর বিনিময়ে হলেও যুদ্ধ শুরু করতে নিশ্চিতভাবে কোনো দ্বিধা করবে না চীনের সেনাবাহিনী। চীনের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom