সুখবর! নতুন চিপ সহ MacBook Air 13 ও 15-Inch মডেল আনছে Apple, কবে লঞ্চ
Apple গত বছর WWDC টেক কনফারেন্স চলাকালীন এম২ (M2) চিপসেট সহ MacBook Air মডেলগুলিকে ঘোষণা করেছিল
প্রথম নিউজ, অনলাইন: Apple একটি নতুন MacBook Air মডেলের উপর কাজ করছে, এই খবর আমরা ইতিমধ্যেই আপনাদের দিয়েছি। আর আজ এই আসন্ন ল্যাপটপটির লঞ্চের সম্ভাব্য সময় সম্পর্কিত তথ্য হাতে এলো আমাদের। ব্লুমবার্গ নিউজের মার্ক গুরম্যান (Mark Gurman) -এর রিপোর্ট অনুসারে, Apple আগামী জুন মাসে তাদের বার্ষিক ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স’ (WWDC 2023) কনফারেন্সের আয়োজন করতে চলেছে। যেখানে নতুন MacBook Air ল্যাপটপ লঞ্চ করা হবে। এক্ষেত্রে উক্ত ডিভাইসটি ১৩-ইঞ্চি এবং ১৫-ইঞ্চি ডিসপ্লে ভ্যারিয়েন্ট সহ আসবে বলে জানা গেছে।
WWDC কনফারেন্সে লঞ্চ হতে পারে Apple MacBook Air ল্যাপটপ
আপনাদের জানিয়ে রাখি, গত বছর WWDC টেক কনফারেন্স চলাকালীন এম২ (M2) চিপসেট সহ MacBook Air মডেলগুলিকে ঘোষণা করেছিল অ্যাপল। তাই চলতি বছরও এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে অর্থাৎ মার্ক গুরম্যানের দাবি সত্যি হলে অবাক হবো না আমরা। সেক্ষেত্রে, অ্যাপলের এই বছরের WWDC ইভেন্টে নতুন এম৩ (M3) চিপসেট এবং ম্যাকবুক এয়ার (MacBook Air) ল্যাপটপের উপর থেকে পর্দা সরানো হবে।
প্রসঙ্গত 9to5Mac তাদের একটি লেটেস্ট রিপোর্টে ম্যাকবুক এয়ার সম্পর্কিত কিছু তথ্য শেয়ার করেছে। রিপোর্ট অনুসারে – অ্যাপলের আপকামিং ম্যাকবুক এয়ার ল্যাপটপের ১৩-ইঞ্চি ডিসপ্লে যুক্ত ভ্যারিয়েন্টটি J513 কোডনেম বহন করবে এবং ১৫-ইঞ্চি ডিসপ্লে যুক্ত বিকল্পটি J515 কোডনেম সহ লঞ্চ হবে। সর্বোপরি ল্যাপটপের উভয় ভ্যারিয়েন্টই অঘোষিত এম৩ (M3) চিপসেট দ্বারা চালিত হবে।
পূর্বে প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয় যে, ম্যাকবুক এয়ার ল্যাপটপের ১৫-ইঞ্চি ডিসপ্লে অপশনকে এপ্রিল মাসে লঞ্চ করা হবে এবং এটি M2 / M2 Pro চিপ সহ আসবে। কিন্তু এখন জানা যাচ্ছে, এই ধরনের কোন মডেলের অস্তিত্ব নেই। বরং ১৫-ইঞ্চির ম্যাকবুক এয়ার ৮-কোর সিপিইউ সহ এন্ট্রি-লেভেল এম৩ (M3) প্রসেসর অফার করবে, যা সম্ভবত জুনে আত্মপ্রকাশ করবে।
যাইহোক, জুন মাসে অনুষ্ঠিত হতে চলা WWDC 2023 কনফারেন্সে, MacBook Air ল্যাপটপ ছাড়াও আরেকটি M3 চিপসেট চালিত ডিভাইস লঞ্চ করতে পারে Apple। এটি ১৩-ইঞ্চি MacBook Pro ল্যাপটপ হবে বলে আশা করা হচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: