সংক্রমণ বাড়ছে, একদিনে শনাক্ত ৮৯২
দেশে দ্রুতই প্রতিদিনই দৈনিক করোনার শনাক্ত বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশে পৌঁছেছে

প্রথম নিউজ, ঢাকা : দেশে দ্রুতই প্রতিদিনই দৈনিক করোনার শনাক্ত বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন ছিল ৩ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৯০ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৯২ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৭৭৫ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জন। গত ২৪ ঘণ্টায় ২১২ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮৫২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৩০২ টি নমুনা সংগ্রহ এবং ২১ হাজার ২৫১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ১৫ লাখ ৮৬ হাজার ৯০১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনই নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯৬৪ জন এবং নারী ১০ হাজার ১২৬ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন. ৭১ থেকে ৮০ বছরের ১ জন, ৬১ থেকে ৭০ বছরের ১ জন রয়েছেন। মারা যাওয়া ৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ১ জন বাসিন্দা রয়েছেন। মারা যাওয়া ৩ জনই সরকারি হাসপতালে মারা গেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: