সিএনজি স্ট্যান্ড নিয়ে টেঁটাযুদ্ধে নিহত ৩

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গ্রামের খোলা মাঠে এ ঘটনা ঘটে। 

সিএনজি স্ট্যান্ড নিয়ে টেঁটাযুদ্ধে নিহত ৩

প্রথম নিউজ, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রামে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড ম্যানেজার ও ড্রাইভারের মধ্যে কথা কাটাকাটির জেরে দুপক্ষের টেঁটাযুদ্ধে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। গুরুতর আহত টেঁটাবিদ্ধ ৬ জনকে সিলেটে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গ্রামের খোলা মাঠে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আগুয়া গ্রামের সিএনজি ম্যানেজার কাদির মিয়া ও ড্রাইভার বদির মিয়ার কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ফিকল, টেঁটা, রামদা ও বল্লম নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে ওই গ্রামের শুকুর মিয়ার পুত্র কাদির মিয়া (২৫), একই গ্রামের বজলু মিয়ার পুত্র সিরাজ মিয়া (৫০) ও মৃত আলী রাজা মিয়ার পুত্র নিলু মিয়া (৪০) ঘটনাস্থলেই নিহত হন।

এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।