ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, মামলা না করতে হুমকি

বুধবার (১০ মে) বেগমগঞ্জ উপজেলার জিলতলী ইউনিয়নে এ ধর্ষণকাণ্ড ঘটে।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, মামলা না করতে হুমকি

প্রথম নিউজ, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১২) ধর্ষণের ঘটনা ঘটেছে। গুরুতর অবস্থায় ওই শিক্ষার্থীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ (বৃহস্পতিবার) তার মেডিক্যাল পরীক্ষা করা হবে। এদিকে, ভুক্তভোগীর পরিবারকে কোনো মামলা না করতে হুমকি ধমকি দিচ্ছে ধর্ষকের পরিবার। বুধবার (১০ মে) বেগমগঞ্জ উপজেলার জিলতলী ইউনিয়নে এ ধর্ষণকাণ্ড ঘটে।

ভুক্তভোগীর মা বলেন, বুধবার বেলা ১১টায় তাদের বাড়ির পার্শ্ববর্তী দরজি বাড়ির নুর নবীর ছেলে শামছু উদ্দিন (৩০) তাদের ঘরের মুঠোফোনে কল করে। এসময় তার ছোট মেয়ে (ভিকটিম) ফোন রিসিভ করলে সে তাকে প্রেমের প্রস্তাব দেয়। ছেলেটির প্রস্তাবে রাজি না হয়ে ফোন কেটে দেয় সে। এরপর, দুপুরের দিকে বাড়ির সামনের দোকানে আইসক্রিম কিনতে গেলে সেখান থেকে শামছু উদ্দিন তাকে জোরপূর্বক তুলে পার্শ্ববর্তী একটি কবরস্থানে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে তাকে উদ্ধার করে সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর বাবা বলেন, আমার তিন মেয়ে। এই মেয়েটি সবার ছোট। সে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। আমার কোনো ছেলে না থাকায় সে বিভিন্ন সময় ঘরের টুকিটাকি জিনিস কিনতে দোকানে যেতো। আমার নিষ্পাপ মেয়েটার সঙ্গে যে এ ধরনের ঘটনা ঘটিয়েছে আমি তার উপযুক্ত বিচার চাই। অভিযুক্ত শামছু উদ্দিনের পরিবারের সদস্যরা ভুক্তভোগীর পরিবারকে মামলা না করার জন্য হুমকি-ধমকিও দিচ্ছেন বলেও জানান ভুক্তভোগীর বাবা।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) বলেন, ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত। আজ (বৃহস্পতিবার) তার মেডিক্যাল পরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, বিষয়টি জানা মাত্রই হাসপাতালে ভুক্তভোগীর কাছে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।