শাহ আলীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
ব্যাগের ভেতর থেকে এক কেজি গাঁজা ও পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর শাহ আলী থানা এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানা। গ্রেফতারের নাম মো. ফরিদুল ইসলাম। তার বাড়ি পঞ্চগড়।
আজ শনিবার শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে থানার হোন্ডা মোবাইল ডিউটিতে থাকা একটি টিম সংবাদ পায়, হযরত শাহ আলী (রহ.) মাজার শরীফের সামনে এক মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক তল্লাশি চালানো হয়।
এ সময় তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে এক কেজি গাঁজা ও পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শাহ আলী থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: