নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সোমবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  নিহত নজরুল ইসলাম নেত্রকোণা জেলার সদর উপজেলার সাতমারা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

 নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নজরুল ইসলাম (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  নিহত নজরুল ইসলাম নেত্রকোণা জেলার সদর উপজেলার সাতমারা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, সোমবার দুপুরে টঙ্গীর খাঁপাড়া এলাকার হায়দার মোল্লার নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে কাজ করছিলেন রডমিস্ত্রি নজরুল। এ সময় বৈদ্যুতিক মেইন তারের সঙ্গে লোহার রড লাগলে বিদ্যুতায়িত হয়ে দোতলা থেকে পড়ে গিয়ে আহত হন তিনি। 

তাৎক্ষণিক তাকে স্থানীয় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। সুরতহাল শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom