শিশু অপহরণ: ৫৬ ঘন্টা পর মাটিতে পুঁতা বস্তাবন্দী মরদেহ উদ্ধার
খানসামা উপজেলার পাকেরহাট মহাসড়ক সংলগ্ন জিকরুলের মিলের পাশে নীলফামারী সদর থানা পুলিশের সাবেক গাড়ী চালক আব্দুস সালামের বাড়ির আঙ্গিনা খুঁড়ে আরিফুরজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়।
প্রথম নিউজ, দিনাজপুর: দিনাজপুরের খানসামায় অপহরণের ৫৬ ঘন্টা পর মাটিতে পুঁতে রাখা বস্তাবন্দী শিশু আরিফুরজ্জামানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে খানসামা উপজেলার পাকেরহাট মহাসড়ক সংলগ্ন জিকরুলের মিলের পাশে নীলফামারী সদর থানা পুলিশের সাবেক গাড়ী চালক আব্দুস সালামের বাড়ির আঙ্গিনা খুঁড়ে আরিফুরজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, ডিবি পুলিশ এবং খানসামা থানা পুলিশসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় বাড়ির মালিক নীলফামারী সদর থানা পুলিশের সাবেক গাড়ী চালক আব্দুস সালাম বাড়িতে অনুপস্থিত ছিলেন। ঠাকুরগাঁয়ে নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন তিনি। দীর্ঘদিন ধরে বাড়িটিতে তিনি দু'জন ভাড়াটিয়া রেখেছেন। তারমধ্যে একজন অপহরণকারী।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, ২ ডিসেম্বর (শুক্রবার) বিকেল সাড়ে ৪ টার দিকে খানসামা উপজেলার ৪ নং খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর ডাক্তারপাড়া গ্রামে অপহরণের ঘটনাটি ঘটে। দিন মজুর আতিউর রহমানের ছেলে আরিফুজ্জামানকে অপহরণের পর মুঠোফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারিরা।
তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর তথ্য-প্রযুক্তির সহায়তায় আমারা সন্দেহভাজন তিন যুবকে আটক করি। আটককৃতরা হলেন, কায়েমপুর মাস্টারপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে শরিফুল (২৪), গফুর উদ্দীন শাহপাড়া গ্রামের ওবায়দুরের ছেলে শামীম (২২) ও একই এলাকার মো. রিয়াজুলের ছেলে শাহিনুর। অপহরণ ঘটনায় জড়িত থাকার বিষয়ে তারা অস্বীকৃতি জানালেও কৌশলে তাদের কাছ থেকে তথ্য নিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে পুলিশ।
ওসি চিত্ত রঞ্জন বলেন, পরে রোববার (৪ ডিসেম্বর) দিবাগত ১২টার দিকে খানসামা উপজেলার পাকেরহাট মহাসড়ক সংলগ্ন জিকরুলের মিলের পাশে নীলফামারী সদর থানার পুলিশের সাবেক গাড়ী চালক আব্দুস সালামের বাড়ির আঙ্গিনা খুঁড়ে বস্তাবন্দী হাত-পা বাঁধা অবস্থায় শিশু আরিফুরজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। শিশু আরিফুজ্জামান বাড়ির অদূরে চেহেলগাজী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিলেন। আরিফুরজ্জামানের বস্তাবন্ধী মরদেহটি মিলেছে তার বাড়ি থেকে কমপক্ষে সাত কিলোমিটার দূরে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews