শিল্পে লিঙ্গবৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল

শিল্পে লিঙ্গবৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল

 প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। এ নিয়ে পঞ্চমবারের মতো পুরস্কার পেলেন এই গুণী শিল্পী। তামিল ছবি ‘ইরাভিন নিজহাল’-এর ‘মায়াভা চায়াভা’ গানের জন্য সেরা গায়িকা খেতাব অর্জন করেছেন তিনি। লিঙ্গবৈষম্য নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন শ্রেয়া। সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির গান ‘তুম কেয়া মিলে’-তে অরিজিৎ সিং এবং তার অংশের ভাগাভাগি এবং প্রচার নিয়ে প্রশ্ন তুলছিলেন অনেক ভক্ত। সম্প্রতি এ বিষয় নিয়ে মুখ খুলেছেন বাঙালি গায়িকা।

গানটি যখন ঘোষণা করা হয়, সেই পোস্টে অরিজিৎ সিংকে কৃতিত্ব দেওয়ার সময় শ্রেয়া ঘোষালের নাম বাদ দেওয়া হয়েছিল। ভক্তরা প্রতিক্রিয়ার ঝড় তুলেছিলেন। তাদের বক্তব্য ছিল, লিঙ্গ পক্ষপাত এবং শিল্পে পুরুষ ও নারী শিল্পীদের প্রতি অসম আচরণ লক্ষ্য করা যাচ্ছে।

একটি সাক্ষাৎকারে বিপরীত লিঙ্গের প্রতি ইন্ডাস্ট্রির সামান্য পক্ষপাতের কথা স্বীকার করেন শ্রেয়া ঘোষাল। তিনি বলেন, ‘এটি শুধু সংগীত বা ছবির জগতে নয়, আলোচনা শুধুমাত্র অভিনেত্রী বা সংগীতশিল্পীদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, প্রতিটি কোম্পানি, প্রতিটি শিল্পে এটাই চলে আসছে। সব ক্ষেত্রে এটি একটি সাধারণ গল্প এবং সাধারণ লড়াই। সমস্ত নারী প্রতিনিয়ত এর সম্মুখীন হন। শুধু এই দেশে নয়, এ সমস্যা বিশ্বব্যাপী।’