শ্রেয়াস-পূজারা জীবন পেতেই ঘুরে দাঁড়াল ভারত
প্রথম সেশনে ভারতের ৩ উইকেট তুলে নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিল বাংলাদেশ দল
প্রথম নিউজ, ডেস্ক : প্রথম সেশনে ভারতের ৩ উইকেট তুলে নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিল বাংলাদেশ দল। তবে লাঞ্চ থেকে ফিরে দ্বিতীয় সেশন রাঙাতে পারেনি সাকিব আল হাসানের দল। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন বুধবার চা পানের বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ দল দ্বিতীয় সেশনে ভারতের ১ উইকেট সংগ্রহ করতে পেরেছে। এই সেশনে রিশব পান্থকে ৪৫ রানে ফিরিয়েছিলেন মিরাজ।
প্রথম সেশনে ১১২ রান করে লাঞ্চ বিরতিতে গিয়েছিল লোকেশ রাহুলের দল। এরপর দ্বিতীয় সেশনে ৬২ রান যোগ করেছে সফরকারী দল। শেষ পর্যন্ত ভারতীয় দল চা পানে যাওয়ার আগে সংগ্রহ করেছে ৪ উইকেটে ১৭৪ রান। ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল ভারত।
ক্রিজে ভারতীয় দুই ব্যাটার চেতেশ্বর পূজারা ৪২ এবং শ্রেয়াস আয়ার ৪১ রানে অপরাজিত রয়েছেন। তবে ৪৮তম ওভারে আয়ারকে আউট করার সুযোগ আসলে আবারো মিস করেন নুরুল হাসান সোহান। উইকেটের পেছন থেকে ব্যক্তিগত ৩০ রান করা অবস্থায় জীবন পান ভারতীয় এই ব্যাটার। এর আগে লাঞ্চ বিরতি থেকে ফিরেই জীবন পান পূজারা। এবাদতের বলে ২২ রানে থাকা অবস্থায় ড্রাইভ দিয়ে ক্যাচ মিস করেন সোহান।
এর আগে প্রথম সেশনে ৮৫ রানের সাথে ৩ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিল ভারতীয় দল। তবে দুপুরের খাবার শেষে মাঠে ফিরে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি ভারতীয় ব্যাটার রিশব পান্ত। দুপুরের খাবার শেষে ব্যাট করতে নেমে বাঁহাতি এই ব্যাটার আগের ২৯ রানের সাথে যোগ করেন ১৭ রান। দলীয় ১১২ রানে মেহেদী মিরাজের বলে ব্যক্তিগত ৪৬ রান করে বোল্ড হয়ে ফিরে যান মারকুটে এই ব্যাটার।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews