শীর্ষ সন্ত্রাসীর ভাই পরিচয়ে সাংবাদিক শাহারিয়া ইমনকে হুমকি: থানায় জিডি

কুষ্টিয়ায় এক শীর্ষ সন্ত্রাসীর ভাই পরিচয় দিয়ে সাংবাদিককে হুমকি দিয়েছেন আব্দুস সবুর সাদ্দাম নামের এক সন্ত্রাসী

শীর্ষ সন্ত্রাসীর ভাই পরিচয়ে সাংবাদিক শাহারিয়া ইমনকে হুমকি: থানায় জিডি
শীর্ষ সন্ত্রাসীর ভাই পরিচয়ে সাংবাদিক শাহারিয়া ইমনকে হুমকি;থানায় জিডি

প্রথম নিউজ, কুষ্টিয়া : কুষ্টিয়ায় এক শীর্ষ সন্ত্রাসীর ভাই পরিচয় দিয়ে সাংবাদিককে হুমকি দিয়েছেন আব্দুস সবুর সাদ্দাম নামের এক সন্ত্রাসী।এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন সাংবাদিক শাহারিয়া ইমন রুবেল। জিডি নং- ১২৮৩, তারিখ ১৮-০২-২৩। শনিবার(১৮ ফেব্রুয়ারি) দুপুর ০১:২৩টার সময় মুঠোফোনে ফোনে এ হুমকি প্রদান করা হয়। 

জিডি সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১:২৩ টার সময় ০১৭১১-৩০৫০২৪ নম্বর থেকে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সত্যখবর পত্রিকার সহ-সম্পাদক শাহারিয়া ইমন রুবেলের ব্যবহৃত ০১৯১৪-৪০৪৯৬৭ নম্বরে ফোন দিয়ে আব্দুস সবুর সাদ্দাম নামের এক ব্যক্তি  নিজেকে শীর্ষ সন্ত্রাসী বুলেটের ভাই পরিচয় দিয়ে হুমকিস্বরূপ কথা বলে। আব্দুস সবুর সাদ্দাম বলেন, "আমি শীর্ষ সন্ত্রাসী বুলেটের ভাই। আমি সম্প্রতি জেল থেকে বেরিয়ে এসেছি।" পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, এই আব্দুস সবুর সাদ্দাম গত ২৬ ডিসেম্বর ২০২২ ইং তারিখে কুষ্টিয়া র‌্যাব-১২ এর হাতে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে র‌্যাবের প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়। সে একজন সন্ত্রাসী প্রকৃতির মানুষ।
এদিকে সাংবাদিক শাহারিয়া ইমন রুবেলকে মুঠোফোনে হুমকি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কুষ্টিয়ার পেশাদার সাংবাদিকবৃন্দ। সেই সাথে হুমকি দাতা আব্দুস সবুর সাদ্দামকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনকে অনুরোধও জানিয়েছেন তাঁরা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: