শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের হার

দুবাইয়ে রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কার কাছে দুই উইকেটে হার দেখলো টাইগাররা।

শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের হার
এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো বাংলাদেশ

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো বাংলাদেশ। দুবাইয়ে রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কার কাছে দুই উইকেটে হার দেখলো টাইগাররা। আগে ব্যাটি শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৮৩/৭। জবাবে চার বল বাকি রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। ‘বি’ গ্রুপ থেকে আফগানিস্তান ও শ্রীলঙ্কা খেলবে আসরের ‘‘সুপার ফোর’’ পর্বে। ইনিংসে শুরুতে কুসাল মেন্ডিসকে লাইফ দেন মুশফিকুর রহীম। আর মেন্ডিস তার ইনিংসে জীবন পান একে একে চারবার। দ্বিতীয় ওভারের শেষ বলে তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন লঙ্কান ওপেনার। এরপর তার উইকেট নেন শেখ মেহেদী। কিন্তু থার্ড আম্পায়ার জানান ওটা ছিল ‘নো’ বল। ইবাদতের এক ডেলিভারিতে মেন্ডিসের গ্লাভস ছুঁয়ে বল মুশফিকের হাতে জমা পড়লেও রিভিউ নেয়নি বাংলাদেশ। এরপর আরও একবার লাইফ পান মেন্ডিস। মেন্ডিস ক্রিজ ছেড়ে বের হলেও তাকে রানআউট করতে ব্যর্থ হন সাব্বির রহমান। শেষ পর্যন্ত ব্যক্তিগত ৬০ রানে মোস্তাফিজুর রহমানের বলে তাসকিনের হাতে ক্যাচ দেন মেন্ডিস। ৩৭ বলের ইনিংসে চারটি চার ও তিনটি ছক্কা হাঁকান লঙ্কান ওপেনার। পরে ১৫.৩তম ওভারে সারাঙ্গার বিদাযে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ১৩৯/৬-এ।

শুরুতে লাইফ দিলেন মুশফিকুর রহীম। দ্বিতীয় ওভারের শেষ বলে তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন লঙ্কান ওপেনার নিসাঙ্কা। কিন্তু ক্যাচ ফেলে দেন বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিক। তিন ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ১৩/০ তে। এদিন প্রথম ওভারেই বল মোস্তাফিজুর রহমানের হাতে তুলে দেন অধিনায়ক সাকিব আল হাসান। নিয়ন্ত্রিত বোলিংয়ে স্পেল শুরু করেন  বাংলাদেশের বাঁহাতি পেসার। প্রথম ওভারে ২ রান দেন মোস্তাফিজ। এর আগে টসে হেরে আগে ব্যাটিং শেষে শ্রীলঙ্কাকে ১৮৪ রানের টার্গেট দেয় টাইগাররা। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom