শ্রীপুরে উপজেলা বিএনপির আলোচনা, ইফতার, দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীপুর(গাজীপুর সদর)প্রতিনিধিঃবিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানর রুহের মাগফিরাত,বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৫ এপ্রিল) বিকাল ৪টায় শ্রীপুর কনভেনসন সেন্টারে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আক্তারুল আলম মাস্টারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি হুমায়ূন কবির সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদকবীর মুক্তিযুদ্ধা ফজলুল হক জেলা বিএনপির সহ সভাপতি ফরিদা জাহান স্বপনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফাজ উদ্দিন প্রধান, পৌর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ আহমেদ, উপজেলা বিএনপির সহ সভাপতি মোফাজ্জল হক,আজাদ মন্ডল, পৌর বিএনপির সহ সভাপতি সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শাহজাহান সজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা, নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক এডঃ আহসান কবির, জাসাসের কেন্দ্রীয় নেতা ফেরদৌস ফকির।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল বাশার সরকার, ফেরদৌস আহমেদ বাবুল, জিয়াউর রহমান জুয়েল, যুবদলের নেতা আরিফুল ইসলাম সরকার, ছাত্রদলের নেতা আজিজুল হক রাজন, আমিনুল ইসলাম, নওশাদ, আবু সালেহ, শাখাওয়াত খন্দকার, মজিব উদ্দিন সগির সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় মোনাজাত পরিচালনা করা হয় পরে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।