শ্যামপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩
সোমবার দিবাগত রাত ৩টার দিকে সাততলা একটি ভবনের তিন তলায় এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর শ্যামপুরে গ্যাস লিকেজ থেকে আগুনে ৩ জন দগ্ধ হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে সাততলা একটি ভবনের তিন তলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন-মো. জামাল উদ্দিন (৫০), মো. জামিল হোসেন (২৫) ও মোহাম্মদ তুষার (৩৫)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ জামিলের বাবা ইকবাল হোসেন জানান, রুমে তিন জন কথা বলছিলো। এ সময় সিগারেট ধরানোর সঙ্গে সঙ্গে রুমে জমে থাকা গ্যাসে আগুন লেগে যায়। পরে দগ্ধ অবস্থায় তাদের তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার তরিকুল ইসলাম বলেন, ‘জামালের শরীরে ৭৫ শতাংশ, জামিলের ৫৫ শতাংশ ও তুষারের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।’