প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসন নিয়ে অকুতোভয় সাংবাদিকতা করায় ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোননয়ন পেয়েছেন চার ফিলিস্তিনি সাংবাদিক। তারা হলেন- আলোকচিত্রী মোতাজ আজাইজা, টিভি সাংবাদিক হিন্দ খৌদারি, সাংবাদিক ও অধিকারকর্মী বিশাস ওউদা এবং বর্ষীয়ান সাংবাদিক ওয়ায়েল আল–দাহদৌহ। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল হত্যা ও ধ্বংসযজ্ঞ চলছে। দখলদার বাহিনীর হামলায় এখন পর্যন্ত সাড়ে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের অধিকাংশই নারী ও শিশু। গাজায় চলমান এসব হত্যাযজ্ঞের খবর বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন ওই চার সাংবাদিক।
প্রসঙ্গত, প্রতি বছর শান্তিতে নোবেল পুরস্কার দেয় নরওয়েজিয়ান নোবেল কমিটি। বিশ্বে শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করা ব্যক্তি ও সংগঠনকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়। চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ২৮৫টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে রয়েছে ১৯৬ জন ব্যক্তি ও ৮৯টি সংগঠন। এ বছরের বিজয়ীর নাম ঘোষণা হবে ১১ অক্টোবর। পরে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান।