শুটিং সেটে অসুস্থ হয়ে মারা গেলেন পরিচালক
কিছুদিন আগেই মারা গেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক অঞ্জন চৌধুরী

প্রথম নিউজ, ডেস্ক : কিছুদিন আগেই মারা গেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক অঞ্জন চৌধুরী। এবার চলে গেলেন তার একমাত্র ছেলে পরিচালক সন্দীপ চৌধুরীও। মঙ্গলবার কলকাতার একটি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে সন্দীপের বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর।
জানা যায়, গত ১৭ ডিসেম্বর ‘ফেরারি মন’ ধারাবাহিকের শুটিং চলার সময় সেটেই অসুস্থ হয়ে পড়েন সন্দীপ। আগে থেকেই ছিলো তার কিডনির সমস্যা। চলছিল ডায়ালাইসিসও। অসুস্থতার পর দক্ষিণ কলকাতার ইকবালপুরের একটি বেসরকারি নার্সিংহোম নেওয়া হয় তাকে। সেখানেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
কালারস বাংলার ধারাবাহিক ‘ফেরারি মন’ ও সান বাংলায় ‘কন্যাদান’ ধারাবাহিকের কাজ করছিলেন সন্দীপ চৌধুরী। সদ্য শেষ হওয়া ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকের সৃজনশীল পরিচালকও ছিলেন তিনি। এ ছাড়া ‘এরাও শত্রু’, ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘অগ্নিশিখা’, ‘দত্তবাড়ির ছোট বউ’সহ একাধিক ধারাবাহিক পরিচালনা করেছেন। পরিচালনা করেছেন দুটি সিনেমাও।
গতকাল বিকেলেই কলকাতার তেওড়াতলা মহাশ্মশানে পরিচালক সন্দীপ চৌধুরীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে কলকাতার চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews