লাহোর-দিল্লির বায়ু বিপজ্জনক, ঢাকার খুবই অস্বাস্থ্যকর

লাহোর-দিল্লির বায়ু বিপজ্জনক, ঢাকার খুবই অস্বাস্থ্যকর

প্রথম নিউজ, অনলাইন:   বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। অপরদিকে, রাজধানী ঢাকা রয়েছে তিন নম্বরে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টা ২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

বিজ্ঞাপন

তালিকার শীর্ষে অবস্থান করা শহর পাকিস্তানের লাহোর এবং এই শহরটির দূষণ স্কোর ৭৩২ অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ অবস্থায় রয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে দিল্লি। এই শহরের বায়ুর মানের স্কোর হচ্ছে ৬৪৯ অর্থাৎ সেখানকার বাতাসও ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে শহরের সব প্রাইমারি স্কুলে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে দূষণ প্রতিরোধে দেওয়া হয়েছে একাধিক নির্দেশনা।

  

তিন নম্বরে রয়েছে রাজধানী ঢাকা। এই শহরের দূষণ স্কোর ২৫৫ অর্থাৎ এখানকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর। এরপরে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি এবং পাঁচ নম্বরে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।