লালমনিরহাটে বন্যায় ১৯টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ
প্রথম নিউজ, লালমনিরহাট : জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলায় ৭টি, আদিতমারী উপজেলায় ৮টি ও হাতীবান্ধা উপজেলায় ৪টি প্রাথমিক বিদ্যালয় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এই আদেশ জারি করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তর।
পাঠদান বন্ধ থাকা বিদ্যালয়গুলো হলো- কালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিণচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর গোকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিস্তা কে.আর খাদেম সরকারি প্রাথমিক বিদ্যালয়, চ্যাংড়া আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী জফুর উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর আদিতমারী উপজেলার বাহাদুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবর্দ্ধন চর প্রাথমিক বিদ্যালয়, গোবর্দ্ধন ইসমাইলপাড়া প্রাথমিক বিদ্যালয়, আদর্শপাড়া এম এইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবর্দ্ধন প্রাথমিক বিদ্যালয়, মনিয়ার চর প্রাথমিক বিদ্যালয়, বারোঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোবর্দ্ধনহাট ইসমাইল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ডাউয়াবাড়ী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম সারডুবি চর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সরকার বলেন, গত কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা দেখা দেয়। জেলার ১৯টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি ঢুকে পড়ে, এর মধ্যে বন্য কবলিত মানুষদের আশ্রয়ের জন্য ব্যবস্থা করা হয়েছে।